Tom: Bm D G Gm যদি কখনো দেখ আমি পাশে নেই D G Gm তোমাকে ঘিরে আগের মত D G ফিরে যাও যদি অতীত স্মৃতিতে D Gm তুমি রাত নিঝুম একা F#m Bm7 খুঁজবে ওই দিগন্তের G D ডুবে যাওয়া মৃদু আলোয় F#m Bm7 Em A অথবা নিভৃতে তোমার বন্ধ চোখে [Chorus 1] G A Bm হারিয়েছি আমি G A D অন্য আলোয় তোমার আড়ালে G A Bm হারিয়েছি আমি C D অন্য আলোয় তোমার আড়ালে [Verse 2] Bm F#m Em A কত স্বপ্ন ছিল এই চেনা শহরে G A D বেঁচে থাকার উৎসাহে Bm F#m ভেবনা সেই দিন গুলো আর Em A জীবন এমনই হয় G A D মুছে ফেল সব স্মৃতির মায়া [Chorus 2] F# Bm ওই চেনা রাস্তায় আর F# Bm ধরবেনা আমার হাত F# G A বৃষ্টি ভেজা শরীর আর দেখবেনা F# Bm F# Bm আমার প্রার্থনায় তুমি থাকবে চিরকাল F# G A তুমি আর কেঁদনা আমার এপিটাফে G A Bm হারিয়েছি আমি G A D অন্য আলোয় তোমার আড়ালে