Tom: G G জলে ছিলে ডুবুডুবু জলের কুমারি G D কেন যে ডাঙ্গায় এলে জলকুমারি G কালি রাঙা রোদে জাগে মরুভূমি G D জলশূন্য পরম বাতাস মরুভূমি G আমারে সমুদ্রে নিবা চল পথ ধরি G C D তরলে লবণে ভাঙে জলের খোয়ারি [Chorus] G জলে ছিলে ডুবুডুবু জলের কুমারি G D কেন যে ডাঙ্গায় এলে জলকুমারি [Verse 1] G Am আহারে মাছের কন্যা রুপালি নদী D G এই ঘর ঘটিবাটি দিলাম সবই Em Am কোন সে ভ্রমরা জাতি বাগানে পুরুষ D G রাত জেগে পদ্য লেখে ফুলের পাঁচালি [Verse 2] G Am কে কাঁদে দৈবের ঘরে নিশির ফোয়ারা D G কার জন্য এত কিছু উড়াল ডানা Em Am খরায়নি রাখে কত দিন আসে যায় D G এই খরকালে কই কাটছ সাঁতার