O Black

Utshober Por

O Black


Tom: Gm

A# D# D Gm (2x)


[Verse 1]

A# D#         D      Gm
এখানে এসে দাঁড়ালে মনে পড়ে যাবে
A#    D#        D   Gm
বুকের ভেতর হাওয়া ঘুরে উঠবে আবার!
A#   D#        D      Gm
এখন রাস্তায় জমে আছে শুকনো পাতা
A#    D#     D    Gm
দিয়েছে ঢেকে হারানো পায়ের ছাপ


[Chorus]

Dsus2   F      G     A# C   Dsus2
সেদিনের উৎসবের আলোয় অজস্র মুখ
  F     G      A#    C    D
হৃদয়ে শান্তির নীল স্রোত বইছিল


[Verse 2]

A#     D#     D        Gm
একাকী অন্য জীবনে কেউ হারিয়ে যাচ্ছিল
A#    D#        D      Gm
হারিয়ে যাবার আগে শেষ... বার দেখছিল
A#    D#      D   Gm
তারপর দীর্ঘদিন ঘুমে অচেতন
A#     D#       D    Gm
কে যেন ডাক দিল আবার ফিরে যেতে


[Chorus]

Dsus2   F      G     A# C   Dsus2
সেদিনের উৎসবের আলোয় অজস্র মুখ
  F     G      A#    C    Dsus2
হৃদয়ে শান্তির নীল স্রোত বইছিল
 F    G  A# C    Dsus2
এখন ফিরে এ সেছে সে
  F          G    A# C      Dsus2
দু'পাশে আলোর মতন ফুটছিল এক মুখ...