MILES

স্বপ্ন ভঙ্গ Swapno Vongo

MILES


Tom: Am

A             F
কত স্বপ্ন ছিলো দু'চোখে
A                F
কত আশা ছিলো এই বুকে
G
কত প্রেম কত কথা
C            A
কত হাসি গান
G           C   Dm
সে হাসি নেই তো আজ
G
হয়ে গেছে ম্লান|


A             F
কত স্বপ্ন ছিলো দু'চোখে
A                F
কত আশা ছিলো এই বুকে
G
কত প্রেম কত কথা
C            A
কত হাসি গান
G           C   Dm
সে হাসি নেই তো আজ
G
হয়ে গেছে ম্লান|


[Chorus]

 Am                 F
এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল
 G
তাই জীবনটা এলোমেলো।

 Am                   F
এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল
 G                  Em
তাই জীবনটা এলোমেলো।


[Verse 1]

Am       F              G
বেদনায় কেঁদে উঠে মন যে আমার
Em                   E
ব্যথার সাগরে মিশে হয়ে একাকার


[Chorus]

 Am                 F
এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল
 G
তাই জীবনটা এলোমেলো।

 Am                   F
এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল
 G                  Em
তাই জীবনটা এলোমেলো।


[Verse 2]

Am       F                 G
কাঁদাতে তবু আজো বেঁচে আছে হায়
Em                      E
স্মৃতির সড়কে এসে থমকে দাঁড়ায়।


[Chorus]
 Am                 F
এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল
 G
তাই জীবনটা এলোমেলো।


 Am                   F
এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল
 G                 Em
তাই জীবনটা এলোমেলো।