Tom: D D G [Verse] D ওহে পিয়ানো বাজবে কবে Em D বিমূর্ত থেকে মূর্ত হবে D ওহে লেখনী লিখছ কই Em D উগ্রবাদের গুপ্ত বই D ওহে পিয়ানো বাজবে কবে Em D বিমূর্ত থেকে মূর্ত হবে D ওহে লেখনী লিখছ কই G D উগ্রবাদের গুপ্ত বই Bm F#m রুখো অশনি আঙ্গুল ছোঁবে Bm F#m আগুন অবচেতন ক্ষোভে Bm F#m রুখো অশনি আঙ্গুল ছোঁবে Bm F#m আগুন অবচেতন ক্ষোভে Em A তুফান বেগে খুঁজতে হবে G A সঞ্জীবনী মৃতের স্তবে Music - D D শুদ্ধবাদের দেউলেপনায় Em D ভাট মারানোর প্রস্তাবনায় D আদ্যপান্ত ভাবের দেনা Em D হাতুড়ে যত আবর্জনা Bm F#m জ্বালাবে কবে সাজাবে কবে Bm F#m কয়লা কালো-কে ধবধবে Em A G ময়লা মনে জ্বালাও বাতি আর A পেছনপাকার পেছনে লাথি D ওঠো হে সৈন্য লড়তে হবে Em D নেতার মনে পড়তে হবে D শাসন শুধু ভাষণ নয় Em D আসল অস্ত্র সমন্বয় Bm F#m দালাল যখন দলিল খোঁজে Bm F#m বিষের মর্ম শহীদ বোঝে Em A G চিবিয়ে কাগজ গিলছি ঢোঁক আর A রেভলিউশন সফল হোক [Interlude] G D G D G A D G D G [Verse] Em ড্রামার তোর দামামা রবে Am ড্রামা-র শেষ দৃশ্যে হবে E বিসর্জিতা গ্র্যামার বই A F#m G A শ্মশান চিতা আগুন খই…… Em পুড়ছে ভাট, পুড়ছে ভান Am Z মিলিয়ন প্রেমের গান E কষিয়ে মারো ঠাসিয়ে চড় A F#m G A লাগুক গুলি বিঁধুক স্বর……… D D ওহে গিটারি D ওহে গিটারি বাজনা তোলো Em D বজ্র সুরে গিটার সোলো D স্মৃতির ওমে লেপ তোশক Em D গরম করো শীতল শোক Bm F#m হে সেনাপতি অস্ত্রাগারে Bm F#m গিটারও আলো জ্বালতে পারে Bm F#m হে সেনাপতি অস্ত্রাগারে Bm F#m কলমও আলো জ্বালতে পারে Em A অন্ধ মনে জ্বালিয়ে বাতি G A পচনতন্ত্রে পেছনে লাথি D ওহে পিয়ানো বাজবে কবে Em D বিমূর্ত থেকে মূর্ত হবে D ওহে লেখনী লিখছ কই Em D উগ্রবাদের গুপ্ত বই