Tom: G#m G#m ভেসে যাচ্ছি এবং, E ভিজে যাচ্ছি আবার G#m F# এক অপূর্ব অসম্ভবে.. শোনো তুমি কি আমার হবে E বলো তুমি কি আমার F# শোনো তুমি কি আমার হবে E আজও তুমি কি আমার। [Verse 1] G#m তীরে এসো সাহসিনী, E অথবা ডুবে যাও G#m F# এই আবেগের মহোৎসবে.. শোনো তুমি কি আমার হবে E বলো তুমি কি আমার F# শোনো তুমি কি আমার হবে E আজও তুমি কি আমার। (x2) [Verse 2] G#m মাঝে মাঝে দেখি তোকে F# অতীতে ফিরি পলকে E আর নতুন কোনো স্তবকে D# বন্দি হয় সে অনুভব.. G#m অন্ধ হয়ে যেতাম যদি E কল্পনার নিজস্ব নদী F# অন্ধকার সমুদ্রে মিশে D# জানাতো ফেরাটা অসম্ভব.. [Verse 3] G#m খোঁড়ো আমার ফসিল E অনুভূতির মিছিল C#m F# প্রতিক্রিয়াশীল কোনও বিপ্লবে.. শোনো তুমি কি আমার হবে E বলো তুমি কি আমার F# শোনো তুমি কি আমার হবে E আজও তুমি কি আমার। F# শোনো তুমি কি আমার হবে E বলো তুমি কি আমার F# শোনো তুমি কি আমার হবে D# তুমি কি আমার .. .. [Outro] E F# যদি এ হৃদয় ছুঁতে, B G#m সান্নিধ্যের বিদ্যুতে E F# একবার যদি হতে, B F# বাঁচার শেষ সম্ভাবনা E F# হাতছানি দিচ্ছে যে, B G#m অপমৃত্যুর ইচ্ছে যে E F# তোর নিষ্ঠুর দৃষ্টিতে, D# D#m কখনও কি আশ্বাস পাব না ? E F# তুই শেষ স্পন্দন আমার, B G#m মৃত্যুর শমন আমার E F# মৃত্যুর কারণ আমার, B রহস্যের সমাধান E F# ক্ষতবিক্ষত শিরাতে, B G#m F# তুই অন্তঃপীড়াতে, E F# প্রেমে আর প্রত্যাখানে D# আজও তোর অনু... সন্ধান।