Tom: Em Em G A Em G A [Verse 1] Em G A ঘৃণা ঘৃণা ঘৃণা Em G A আজ থেকে আর তোকে ভালবাসি না Em G A ঘৃণা ঘৃণা শুধু ঘৃণা Em G A আজ থেকে আর তোকে ভালবাসি না [Pre Chorus] C D Em ভালবাসা মরীচিকার নিষিদ্ধ হয়রানি C D Em ভালবাসা মরীচিকার নিষিদ্ধ হয়রানি [Chorus] G Bm Em জানি জানি আমি জানি G Bm Em জানি জানি আমি জানি [Instrumental] Em G A Em G A [Bridge] Em D A আমার অণু পরমাণু সবাই জানে Em D A কিছু মেলে না ধরে নেওয়ায় আর অনুমানে [Verse 2] C D Em অনুপ্রেরণার বেনোজলে বান আসে C D Em অনুপ্রেরণার বেনোজলে বান আসে G Bm Em চোখ ভাসে মন ভাসে মহাকাশে G Bm Em চোখ ভাসে মন ভাসে মহাকাশে [Instrumental] Em G A Em G A [Verse 3] Em D A ঘৃণা ঘৃণা দেবো ঘৃণা Em D A ভেবে দেখো ইন্সপায়ার্ড হবে কিনা Em D A ঘৃণা ঘৃণা দেবো ঘৃণা Em D A ভেবে দেখো ইন্সপায়ার্ড হবে কিনা [Pre Chorus] C D Em হৃদয়ে গুজব এই মগজ এক পোড়ো বাড়ি C D Em হৃদয়ে গুজব এই মগজ এক পোড়ো বাড়ি [Chorus] G Bm Em একা খেয়াল নোনা দেওয়াল আমি তার-ই G Bm Em রোজ রাতে একা শুতে তাই ভয় লাগে G Bm Em তাই খুঁজি অশরীরী আগে-ভাগে G Bm Em কত কথা বলি যা-তা ভূতেদের সাথে G Bm Em মাঝরাতে বিছানাতে ছলনাতে [Instrumental] Em G A C Em G A Em G A [Bridge] Em G A ঘৃণা ঘৃণা ঘৃণা Em G A Em G A ক্লান্ত শরীরে পাশ ফিরে শুয়ে ঘৃণা Em G A Em G A ঘৃণা ঘৃণা তবু ঘৃণা Em G A ক্লান্ত শরীরে পাশ ফিরে শুয়ে ঘৃণা [Pre Chorus] C D Em ঘেন্না লাগে তাই রাগে সব ছেড়ে ছুড়ে C D Em ঘেন্না লাগে তাই রাগে সব ছেড়ে ছুড়ে [Chorus] G Bm Em দূরে দূরে চলি দূরে G Bm Em দূরে দূরে বহু দূরে G Bm Em দূরে দূরে আরও দূরে G Bm Em চলি দূরে দূরে...