aurthohin

কোন এক নিঝুম রাতে

aurthohin


Tom: G

G          D C  C D G
কোন এক নিঝুম রাতে,
G      D       C  C D G
ঝাউ বনে চাঁদের আলোতে।
G              D C  C D G
গান গেয়ে যায় একটি ছেলে,
G         D   C  C D G
একরাশ বেদনা বুকে নিয়ে।
C           D      G
তার সেই গানতো কেউ শোনেনা,
C           D      G
হতাশার কথাতো কেউ জানেনা!
C      D    G          C  G D C
তবুও তার আশার প্রদীপ তো নেভে না!
C             D    G
যদি ফিরে পায় সেই হারানো দিন!

[Verse 1]
G           D C  C D G
কোন এক নিঝুম রাতে,
G     D      C  C D G
জীবনের অপর এক প্রান্তে।
G       D   C  C D G
বসে থাকে একটি মেয়ে,
G        D   C  C D G
ছেলেটির গান বুকে নিয়ে।
C             D  G
ফিরে যেতে চায় সে সেই জগতে,
C            D   G
চাঁদের আলোর সেই ঝাউ বনে,
C     D  G      C   G D C
ছেলেটির সব দুঃখ মুছে দিতে!
G         D    C
এত কষ্ট কেন ভালোবাসায়!

[Verse 2]
C             D   G
মনে পরে কোন এক উজ্জ্বল দিনে,
C        D   G
ভাবনার ডানা মেলে দিয়ে,
C          D    G
ভেবেছিলো সাদা মেঘের ভেলায়,
C      D  G
আনমনে যাবে হারিয়ে!
C                   D G
হঠাত কি হয়ে গেলো সেই দিনগুলির,
C         D   G
শুকিয়ে গেলো ভোরের শিশির!
C        D   G
ছেলেটি পেলনা কোন উপায়,
C          D     G D C G
মরনের কাছে সে যে অসহায়!

G           D C  C D G
কোন এক নিঝুম রাতে,
G          D C  C D G
দুটি হৃদয় দুই ভুবনে!
G             D C  C D G
অস্থির মন শুধু কেঁদে ওঠে,
G        D  C   C D G
তবু পারে না এক হতে!