Tom: C C Em Am Dm তোমার ছাদে প্রতিরাতে শুকনো পাতায় কতখানি শিশির মাখে F C Em সে খবর আমি রাখি তোমার ঘুমে কোন স্বপ্ন Am Dm Am C দিঘির জলে নাইতে নামে সে খবর আমি রাখি C Em Am Em তোমার আচল উদাস পানে রাজকুমারী’র সুখী সাজে F C সে খবর আমি রাখি... C Em Am Em তোমার দৃষ্টি অনল কত যুবকের শিল্প পুড়ায় G C সে খবর আমি রাখি॥ Am F তোমায় ছায়ায় কোন ময়ূরী দুপুর বেলায় বাসর সাজায় G Am G সে খবর আমি রাখি Am F তোমার ঠোটে হরিন হাটে বিষন্নতায় পথটি ভুলে G C G সে খবর আমি রাখি॥ Am F তোমার চাওয়ায় ঈশ্বর কেন এক সমুদ্র আয়না বানায় Am G Am সে খবর আমি রাখি Am F তোমার রঙ্গীন স্বপ্নগুলো বুক বিদির্ন করে যে দেয় G Am সে খবর আমি রাখি॥ C Em Am F G C শুধু তুমি রাখো না খবর বিষন্ন কাটে প্রহর C Em Am F G C শুধু তুমি রাখো না খবর বিষন্ন কাটে প্রহর C Em Am F G C ভালবাসা যেন দিঘির জলে ডুবন্ত শীতল পাথর...