Tom: G C G দেখা হবে বন্ধু কারণে আর অকারণে C G দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে Am G দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় C অস্থির অপাগরতায়।। [Instrumental] C G Am G [Verse 1] C দেখা হবে বন্ধু E Am D নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গিতে G C ভালোবাসার শুভ্র ইঙ্গিতে C দেখা হবে বন্ধু E Am D নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়া G C সন্ধ্যার হিমেল হাওয়ায়। [Instrumental] C G Am G x2 [Verse 2] C দেখা হবে বন্ধু E Am D শ্লোগান মুখর কোনো এক তপ্ত মিছিলে G C ব্যস্ততা থেকে ধার দিলে C দেখা হবে বন্ধু E Am D ভীষণ খেয়ালী মনের আতিথেয়তায় G C উচ্ছাসে প্রনয় প্রাক্কালে [Chorus] C G দেখা হবে বন্ধু কারণে আর অকারণে C G দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে Am G দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় C অস্থির অপাগরতায়।।