Tom: Dm D G এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে A D সকাল-বিকেল বেলা D G কত পুরনো-নতুন পরিচিত গান A D গাইতাম খুলে গলা D কত এলোমেলো পথ হেটেছি দুজন D হাত ছিলনা তো হাতে D A ছিল যে যার জীবনে দুটো মন A7 D ছিল জড়াজড়ি একসাথে D কত ঝগড়া-বিবাধ, সুখের স্মৃতিতে D G ভরে আছে শৈশব A তোকে স্মৃতিতে স্মৃতিতে A Bb D এখনও তো ভালোবাসছি অসম্ভব ! D A কেন বাড়লে বয়স ছোট্ট বেলার Bb D বন্ধু হারিয়ে যায় (x2) D A কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় F D হারানোর তালিকায়। D আজ কে যে কোথায় আছি D কোন খবর নেইত কারো G অথচ তোর ওই-দুঃখ গুলোতে C D অঃশ ছিল আমারও D এই চলতি জীবন ঘটনাবহূল D দু-এক ইন্চি ফাঁকে G তুইতো পাবিনা আমায় C D আর আমিও খুঁজিনা তোকে। D G কত সুখ পাওয়া হয়ে গেল D তোকে ভুলে গেছি কতবার (x2) D A তবু শৈশব থেকে তোর গান যেন D ভেসে আসে বার বার।