Lrb

Ami Je Kar

Lrb


Tom: D

D
ভোররাতের নষ্ট প্রায় ভাতের মতো
A
বিষাদ আমার ভালোবাসা,
D
টিস্টলের সরপরা চায়ের মতো
A            C# C
বিবর্ণ আমার প্রেম,
            
আর ডাস্টবিনের উচ্ছিস্ট ময়লার মতো
D              A     C# C
ছড়ানো ছিটানো আমার আবেগ,

পঙ্গু ফড়িংয়ের মতো থেমে থেমে উড়ে চলে
D        A
আমার অনুভুতিগুলো,
D
বিরামহীন শেওলার স্রোতের মতো
A
জাগতিক অন্বেষন আমার,
     D
হাহাহা রংচটা শেকড় বনবাসী দেয়ালের মতো
A
ঝরে পরে আমার ভাবনা বিশেষ,
G
মাঝরাতের মুক্ত বাতায়নের মতো
         Bb
নিশ্চুপ আমার শুন্যতা,
D
সময়ের প্রতি উদাসীন লোকাল ট্রেনের মতো
A
দিনমান অপেক্ষায় রাখি প্রেমিকাকে।

[Chorus]

      D
আমি যে কার
               A    D A
আমি যে আসলে কার মতো!
      D
আমি যে কার
               A    D A
আমি যে আসলে কার মতো!
      D
আমি যে কার
               A    D A
আমি যে আসলে কার মতো!
      D
আমি যে কার
               A    D A
আমি যে আসলে কার মতো!

A
জানা হয়ে ওঠেনি
C
এখনো।