জীর্ন সময়, আধারের হাত ছানি সবই যেন, অশরীরী আমাদের সবার এর মাঝে বসবাস বিষাক্ত রক্ত, নিঃশ্বাস অস্থির কুতসিত্, চিত্কারে মূর্খের বসবাস, এ জগতে সপ্নগুলো, হয়েছে অতীত বেঁচে থাকা যেন, অতি প্রাকৃতিক সত্য আজ, এ জনপদে মিথ্যায় ঢাকা, প্রাচীরে কুতসিত্ পাশাবিক, উল্লাসে দানবের এই, সম্রাজ্যে আমাদের আগামী নতুন দিন আঁধারে ঢাকা যেন, চারিদিক সম্মহিত এই, জনপদে বেঁচে থাকা, আমাদের বিকৃত এ সমাজে, ধ্বংশের আর্তনাদে, বসবাস আঁধারের দাসত্বে সৃংখলিত শরীরে আমাদের পরিনাম নিগৃহিত বাস্তবে বিকৃত এ সমাজে, ধ্বংশের আর্তনাদে, বসবাস অনন্ত গভীরে, আগামী সরে যায়, দীর্ঘশ্বাস শেকড়ের গহীনে লুকিয়ে থাকে জমাট বাঁধা কান্না বেদনার অভিশাপে ইতিহাসের মাঝে যে সত্য বহু দুরে, নির্বাসিত অস্থির সময়, যেন নাগপাশে পিশে ফেলছে, ক্ষনে ক্ষনে বিকৃত এ সমাজে, ধ্বংশের আর্তনাদে, বসবাস অনন্ত গভীরে, আগামী সরে যায়, দীর্ঘশ্বাস