Tom: Dm Dm A# F C [Verse 1] Dm A# স্বর্গ থেকে নেমে আসা F C ডানা কাটা পরী আমার Dm A# তার সাথে কথা বলা F C হলো না আমার [Chorus] Dm A# F C এ কী ভুল করেছো তুমি আমায় ভুলে গিয়ে... Dm A# কত দূর যাবে তুমি F C আমায় ফেলে একা? Dm A# তোমার ডানা দুটি আমি F C যে পুড়িয়ে ফেলেছি Dm A# শুকনো পাতারই মতো F C তুমিও ঝরে যাবে Dm A# তোমার সব কিছু মিশে যাবে F C ধূলোর সাথে [Verse 2] Dm A# কেউ কভু জানবে না F C অলস বিকেলে তোমায় খুঁজেছি কত Dm A# কষ্টের তাড়নায় F C ফুলের সুবাসে শুকিয়েছি হৃদয় কত Dm A# হতে পারে ভুল মানুষের F C পরীর পক্ষে কী করে সম্ভব হয়? Dm A# আগুন জ্বলবে নরকে F C তোমার অভিশপ্ত প্রেম [Chorus] Dm A# F C এ কী ভুল করেছো তুমি আমায় ভুলে গিয়ে... Dm A# কত দূর যাবে তুমি F C আমায় ফেলে একা? Dm A# তোমার ডানা দুটি আমি F C যে পুড়িয়ে ফেলেছি Dm A# শুকনো পাতারই মতো F C তুমিও ঝরে যাবে Dm A# তোমার সব কিছু মিশে যাবে F C ধূলোর সাথে