Encore

Grishsho

Encore


Tom: A

 Dmaj7
স্বপ্নহীন..
 A         E
চোখেতে আকি তোমার ছবি
Dmaj7
হোক রঙিন..
 A        E
আলো কি আধো বাতাসে



[Verse 1]
 Dmaj7
ভাঙেনা, ভাঙেনা তো সে ঘোর..
 A         E             Dmaj7
স্বল্প ক্ষণেরর অল্প কথায় বিভোর, এখনো!
                         A     E
তোমাকে নিয়ে আজ গল্প হোক, অব-কাশের।


[Chorus]
 A          E
গ্রীষ্মকালের, কড়া রোদে
Dmaj7     A        E
তোমাকে, দেখে আমি ভুলেছি সবই *2
Dmaj7 A E Dmaj7 A E Dmaj7


[Verse 2]
  A          E
তোমার ডাকে, নীরব পাখি গায়
 Dmaj7       A      E
জেগে থেকে, কিভাবে সে কাটায়..
 A
জানো না নাকি, ঘুম হারালে কি হয়?
 Dmaj7        A     E
সব ভেঙে যায়, সব চুরে যায়
 D
সব বোঝার আগেই
 D
কাটে না, কাটে না তো প্রহর
 A        E              Dmaj7
স্বল্প ক্ষণের অল্প কথায় বিভোর, এখনো!
                         A    E
তোমাকে নিয়ে আজ গল্প হোক অব-কাশের।


[Chorus]
  A        E
গ্রীষ্মকালের, কড়া রোদে
 Dmaj7    A       E
তোমাকে, দেখে আমি ভুলেছি সবই


[Bridge]
 D          F#m
তুমি পৃথক আকাশের
 E             D
তবু একই অনুভূতি আমাদের
 F#m         E
ঝড়ের পর যে রোদ হাসে
 Dmaj7            F#m
মুছে দিয়ে দাগ সকল আঘাতের
 E       D
মৌসুম বদলায়
 F#m          E
এ রেশ তবু রয়ে যায়
শিশির ভেজা বাতাসে..
 D       A  E
তোমাকে, ভেবে..



[Outro]
D A E
ও ও ও
D A E
ও ও ও
 D         A
গ্রীষ্মকালের, কড়া রোদে
 E                  A
তোমাকে, দেখে ভুলেছি সবই..