Tom: D D Bm তুমি অনেক দিন কান্দাইলা রে বন্ধু G A কান্দাইয়ো না বেশি আর D Bm G A আল্লায় করবে তোমার বিচার [Verse 1] D Bm তুমি যে ক্ষতি করলা আমার G A তুমি যে ক্ষতি করলা আমার D Bm G A আল্লায় করবে তোমার বিচার [Verse 2] D Bm আমি হইলাম তোমার, বন্ধু G A তুমি হইলা কার? G A তুমি হইলা কার? D Bm আমি হইলাম তোমার, বন্ধু G A তুমি হইলা কার? G A তুমি হইলা কার? [Chorus] D Bm তোমার জন্য এত করলাম G A কী দাম দিলা তুমি তার? D Bm G A আল্লায় করবে তোমার বিচার আমার D Bm G A আল্লায় করবে তোমার বিচার [Chorus] D Bm আমার ঘরে আগুন দিয়া G A তুমি হইলা বা'র G A D তুমি হইলা বা'র D Bm সেই আগুনে জ্বইলা রে বন্ধু D Bm সেই আগুনে জ্বইলা রে বন্ধু G A খুঁজি তোমায় বারে বার D Bm G A আল্লায় করবে তোমার বিচার আমার D Bm G আল্লায় করবে তোমার বিচার [Outro] D Bm G A আল্লায় করবে তোমার বিচার আমার D Bm G আল্লায় করবে তোমার বিচার